অবশেষে এশিয়া কাপ স্থগিত ঘোষণা

খেলা ডেস্ক


জুলাই ০৯, ২০২০
০৫:৪৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৯, ২০২০
০৫:৪৭ অপরাহ্ন



অবশেষে এশিয়া কাপ স্থগিত ঘোষণা

অবশেষে এশিয়া কাপ বাতিলের সৌরভ গাঙ্গুলীর আগাম ঘোষণাই সত্যি হলো। চলতি বছরের এশিয়া কাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিসি জানায়, বিভিন্ন দেশের মাঝে ভ্রমণ নিষেধাজ্ঞা, নির্দিষ্ট কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা ও স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে এ বছরের টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ করা সম্ভব হচ্ছে না।
এসিসি কার্যনির্বাহী পর্ষদ আশা করে, ২০২১ সালে স্থগিত হওয়া টুর্নামেন্টটি আয়োজন করা হতে পারে। চলতি বছর এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তারা শ্রীলঙ্কার সঙ্গে আয়োজনের সত্ত্ব বদল করেছে। ২০২১ সালে তাই স্থগিত হওয়া এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়। ২০২২ সালের এশিয়া কাপের আয়োজক হিসেবে থাকবে পাকিস্তান।
এশিয়া কাপ এবার হচ্ছেনা এমন খবর, আগেই দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি। তার দেওয়া আগাম তথ্যই ঠিক থাকল।
অক্টোবর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও স্থগিত হওয়ার পথে। যেকোনো দিন এই সংক্রান্ত ঘোষণা দিতে পারে আইসিসি।
এএন/১২