বিকেএসপিতে চালু হচ্ছে নারী হকি বিভাগ

খেলা ডেস্ক


জুলাই ১৩, ২০২০
০৯:২৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২০
০৯:২৯ অপরাহ্ন



বিকেএসপিতে চালু হচ্ছে নারী হকি বিভাগ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে সংযোজন হতে যাচ্ছে হকির নারী বিভাগ। উদ্যোগটি দেশের হকি উন্নয়নের জন্য মাইলফলক হবে বলে মনে করছেন ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ আদেল। হকির প্রতিষ্ঠানিকভাবে হকির নিবিড় পরিচর্যায় মেয়েরা নিজেদের তৈরি করে ভবিষ্যতে জাতীয় দলের পাইপ লাইনকে সমৃদ্ধ করতে পারবে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেট মাতাচ্ছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের মতো ক্রিকেটাররা। শুধু ক্রিকেট নয়, সব খেলাতেই আছে খেলোয়াড় তৈরির কারখানার ছাত্রছাত্রীদের প্রাধান্য।

১৯৮৬ সালে ফুটবল ও ক্রিকেট- এ দুটি ডিসিপ্লিনের ৬০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। পর্যায়ক্রমে ডিসিপ্লিন সম্প্রসারণ করে এখন হয়েছে ১৭টি। এরমধ্যে কয়েক বছর আগে ফুটবলের নারী বিভাগ চালু হয়। এবার চালু হচ্ছে হকির নারী বিভাগ। দেশের ৮ বিভাগে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ৪৫ জনকে বাছাই করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। প্রধান ক্যাম্পাসে তাদেরকে এক সপ্তাহ যাচাই বাছাই করা হয়। সেখান থেকে ১৫ জন নারী হকি খেলোয়াড়কে ভর্তির জন্য নির্বাচন করা হয়। বিষয়টি হকি অঙ্গনের জন্য নতুন এক অগ্রযাত্রা বলে মনে করেন হকি ফেডারেশনের সহ-সভাপতি আদেল।

এএন/০৮