মুডির বিশ্বসেরা দল নেই সাকিব-গেইল!

খেলা ডেস্ক


জুলাই ১৫, ২০২০
১১:৩০ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৫, ২০২০
১১:৩০ অপরাহ্ন



মুডির বিশ্বসেরা দল নেই সাকিব-গেইল!

টি-টোয়েন্টির বিশ্বসেরা দল বাছাই করেছেন অস্ট্রেলীয় কোচ টম মুডি। এই দল নির্বাচনে বর্তমান সময়ে খেলা ক্রিকেটারদের প্রাধান্য দিয়েছেন তিনি। অবশ্য গত ১০ বছরের পারফরম্যান্স বিবেচনা করেননি। ক্রিকেটারদের রেকর্ডও দেখেননি। তাই মুডির দল বাছাইয়ে অনেক বিতর্কের জন্ম দিয়েছে। মুডির এই দলে জায়গা হয়নি ভারতের দুটি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির। নেই ক্যারিবীয় মারকুটে অধিনায়ক ক্রিস গেইল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

শুধু তাই নয়, অধিনায়ক নির্বাচনেও চমক রেখেছেন মুডি। তিনি অধিনায়ক রেখেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে। এ ব্যাপারে মুডি বলেন, 'আইপিএলের সফল অধিনায়ক রোহিত, চারবার ট্রফি জিতেছেন তিনি। তাই আমার বিবেচনায় তিনিই সবচেয়ে যোগ্য।'

একনজরে দেখে নেওয়া যাক টম মুডির টি-টোয়েন্টি একাদশ : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), এবিডি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), রশিদ খান (আফগানিস্তান) জফরা আর্চার (ইংল্যান্ড), জশপ্রীত বুমরাহ (ভারত),  রবীন্দ্র জাদেজা (ভারত, দ্বাদশ ব্যক্তি)।

এএন/০৯