খেলা ডেস্ক
জুলাই ১৯, ২০২০
০৪:২৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৯, ২০২০
০৪:২৮ অপরাহ্ন
সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রবিবার, ১৯ জুলাই মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেন।
ডা. সালাম জানান, ‘গত শুক্রবার সাকিবের বাবা মাসরুর রেজা করোনাভাইরাস টেস্ট করান। আজ রবিবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসায় আইসোলেশনে থাকছেন। বাড়তি নিরাপত্তার জন্য মাগুরার কেশব মোড়ের তার বাসা লকডাউন করা হয়েছে।’ ক্রিকেটার সাকিব আল হাসান এখন নিউইয়র্কে আছেন তার স্ত্রী ও দুই কন্যার সঙ্গে।
সাকিবের বাবা করোনাভাইরাস পজিটিভ হলেও তার শারীরিক অবস্থা বেশ ভাল আছে বলে জানান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাম। তিনি বলছিলেন-‘ মাসরুর রেজার শারীরিক অবস্থা বেশ ভাল। হাসপাতালে চিকিৎসা নেয়ার তার কোন প্রয়োজন নেই এখন। তারপরও আমরা তাকে নিয়মিত ফলোআপে রাখছি।’ মাগুরা জেলায় ৩১০ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাতজন।
এএন/০৯