খেলা ডেস্ক
জুলাই ২০, ২০২০
১০:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২১, ২০২০
১২:৫৪ পূর্বাহ্ন
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় এবার পশুর হাট এড়িয়ে গাজীপুরের শ্রীপুরের এক প্রান্তিক খামার থেকে কোরবানির জন্য গরু কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।উপজেলার নগর হাওলা গ্রামের ‘ভাই ভাই এগ্রো ফার্ম’ থেকে ২ লাখ ২০ হাজার টাকায় একটি গরু ক্রয় করেন।
গরু কিনতে এসে মোসাদ্দেক সৈকত বলেন, ‘গত বছর ময়মনসিংহ নগরীর পশুর হাটে গিয়ে কোরবানির গরু কেনা হয়েছিল। এবার মহামারি করোনাভাইরাসে পুরো দেশ ঝুঁকিতে রয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে করোনা সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকি এখন পশুর হাটে। এজন্য পশুর হাট এড়িয়ে ফার্ম থেকে গরু কেনার সিদ্ধান্ত নেই।’
ভাই ভাই এগ্রো ফার্মের মালিক মো. রফিকুল ইসলাম বলেন, ‘পশুর হাট এড়াতে আমরা অনলাইনে গরু বিক্রি করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছি। সেই প্রচার দেখে অনেকেই আসছেন গরু কিনতে। আমরা স্বাস্থ্যবিধি মেনে গরু বিক্রির চেষ্টা করছি। মোসাদ্দেক সৈকত আমার ফার্ম থেকে গরু কেনায় এ প্রচেষ্টায় উৎসাহ আরও বেড়ে গেছে।’
এএন/৪