সবাইকে ছাড়িয়ে ছক্কার রাজা বেন স্টোকস

খেলা ডেস্ক


জুলাই ২১, ২০২০
০১:৩৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন



সবাইকে ছাড়িয়ে ছক্কার রাজা বেন স্টোকস

টেস্ট ছক্কায় মাষ্টার ব্লাষ্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের পাশে থেকে ওল্ড ট্রাফোর্ড টেস্ট শুরু করেছিলেন বেন স্টোকস । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসেই টেন্ডুলকারের ৬৯ ছক্কাকে ছাড়িয়ে যান স্টোকস। প্রথম ইনিংসে ২ ছক্কা মারার পর দ্বিতীয় ইনিংসে ৩টি ছক্কা মারে ইংলিশ অলরাউন্ডার। বর্তমানের যারা টেস্ট খেলছেন তাদের সবাইকে ছাড়িয়ে এখন এখন ছক্কার রাজা বেন স্টোকস।
বর্তমান ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৭২টি ছক্কা সাউদির। নিউজিল্যান্ড পেসার খেলেছেন ৭৩ টেস্ট, স্টোকস তাঁকে ছাড়ালেন ৬৫ ম্যাচ।
টেস্টে সর্বকালের তালিকায় অবশ্য ১৪ নম্বরে স্টোকস। ১০৭ ছক্কা নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ডের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। দুইয়েও একজন উইকেটকিপার ব্যাটসম্যান। ঠিক ১০০টি ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট।
ছক্কা সংখ্যায় যারা স্টোকসের ওপরে আছেন তাঁদের মধ্যে শুধু একজনই একুশ শতকে টেস্ট খেলেননি। নামটা অবশ্য অবাক হওয়ার মতো নয়—ভিভ রিচার্ডস। সর্বকালের অন্যতম বিধ্বংসী এই ব্যাটসম্যান ১২১ টেস্টে মেরেছেন ৮৪টি ছক্কা, আছেন অষ্টম স্থানে। সেরা ২০-এর তালিকা করলে রিচার্ডসের সমসাময়িক আরও তিনজন থাকেন সেখানে। ৭০ ছক্কা মেরে ১৭তম স্থানে রিচার্ডসের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড। আর যৌথভাবে ২০ নম্বরে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইয়ান বোথাম ও আরেক ক্যারিবীয় বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা তামিম ইকবালের। ৬০ টেস্টে ৩৫টি ছক্কা মেরে যৌথভাবে ৬০তম স্থানে বাংলাদেশের ওপেনার।
টেস্টে বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা তারা হলেন বেন স্টোকস ৭৪,  টিম সাউদি ৭২, অ্যাঞ্জেলো ম্যাথুস ৬১, ডেভিড ওয়ার্নার ৫৬, রোহিত শর্মা ও রস টেলর ৫২টি করে।

এএন/১১