খেলা ডেস্ক
জুলাই ২১, ২০২০
০২:৪৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ২১, ২০২০
০২:৫০ অপরাহ্ন
নবম টেস্ট ক্রিকেটার হিসেবে ব্রিটেনের হাউস অফ লর্ডসে বসতে যাচ্ছেন স্যার ইয়ান বুথাম। ব্রেক্সিট নীতিকে সমর্থন করার পুরস্কার। প্রধানমন্ত্রী বরিস জনসন মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি যেতে চলেছেন হাউস অফ লর্ডসে। ভারতে যেটা রাজ্যসভা, ব্রিটেনে সেটাই হাউস অফ লর্ডস। এখানেও জনতার ভোটে নির্বাচিত প্রতিনিধি নন, মনোনীত ব্যক্তি সদস্য হন। র্যাচেল হেহো ফ্লিন্টের পর ৬৪ বছরের বুথাম সম্মানিত হতে চলেছেন।
১৯৭৩ সালে মহিলাদের বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন র্যাচেল। ১০২টি টেস্ট খেলা বুথাম অবশ্য এই খবর নিয়ে মুখ খুলতে চাননি। খবরের সত্যতাও স্বীকার করেননি। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার শুধু বলেছেন, ‘সরকারিভাবে ঘোষণার পরই এ বিষয়ে কিছু বলব। সব কিছুরই প্রোটোকল থাকে। তাই এখনই মন্তব্য করা ঠিক হবে না। খবর যারা রটাচ্ছে এটা তাদের দায়। যে যা খুশি লিখতেই পারে। কিন্তু আমি সেই খবরের ভিত্তিতে মন্তব্য করতে পারি না।’ সেবামূলক কাজ এবং ক্রিকেট মাঠে অবদানের জন্য ২০০৭ সালে নাইট উপাধিতে সম্মানিত করা হয় ইয়ান বুথামকে।
এএন/০৮