বৃষ্টি হতে পারে আরও ৩দিন, সিলেট ও সুনামগঞ্জে প্লাবনের শঙ্কা

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২২, ২০২০
০৮:৫৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ২২, ২০২০
০৮:৫৩ অপরাহ্ন



বৃষ্টি হতে পারে আরও ৩দিন, সিলেট ও সুনামগঞ্জে প্লাবনের শঙ্কা

সারাদেশে চলমান বৃষ্টি আরও দুই থেকে তিনদিন স্থায়ী হতে পারে। এই সময়ে সিলেট ও সুনামগঞ্জসহ সারাদেশে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া পাহাড়ি ঢলে প্লাবিত হতে পারে দেশের নিম্নাঞ্চল।

আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে হয়েছে, বুধবার (২২ জুলাই) বেলা ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সিলেট, সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলেরর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। এজন্য সারাদেশেই বৃষ্টি হচ্ছে।

বিএ-১৭