সিলেট মিরর ডেস্ক
মে ০৮, ২০২৫
০৩:৩৮ অপরাহ্ন
আপডেট : মে ০৮, ২০২৫
০৩:৪৯ অপরাহ্ন
সার্কভুক্ত আটটি দেশের সহযোগিতায় ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন “আমরা বাংলাদেশি”-এর আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যারা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন তাদের একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির মেজানিন হলে ২৯ শে এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. প্রনব কুমার মুহুরি, লাইফ সায়েন্স ও বায়োটেকনোলজি অনুষদের সহযোগী অধ্যাপক আনন্দ মোস্তাফিজ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রতন কুমার রায়, জনসংযোগ কর্মকর্তা ড. ওম প্রকাশ যাদব বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে এলএলএম প্রথম বর্ষের শিক্ষার্থী গাজী সাইফুল হাসান-এর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই সদস্য অ্যালায়েন্স ইউনিভার্সিটি, বেঙ্গালুরু-এর সহকারী অধ্যাপক ড. সুমিত কুমার বানসাল অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর বিভাগে ভর্তি হওয়া সমাজবিজ্ঞান বিভাগের জান্নাতুল ফেরদৌস, প্রতিমা মিত্র প্রীতি, আবু রাসেল ও নাজিম সাজ্জাদ প্রত্যয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তাওহীদুর রহমান, বায়োটেকনোলজি বিভাগের মো. আনোয়ার হোসেন, আইন অনুষদের তন্ময় কুমার বিশ্বাস, কম্পিউটার সায়েন্স বিভাগের মো. আব্দুুল্লাহ আল মামুন মজুমদার এবং পিএইচডি শিক্ষার্থী বায়োটেকনোলজি বিভাগের নাজমুর বিনতে আলম তন্নী, আইন অনুষদের তারেক রহমান, ফলিত গণিত বিভাগের এ.এম. মহিউদ্দিন ও সমাজবিজ্ঞান বিভাগের ইশতিয়াক মোহাম্মদ ফখরুদ্দিন-কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত সকলের হাতে স্মারক উপহার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত স্নাতকোত্তর ও পিএইচডি বাংলাদেশি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন “আমরা বাংলাদেশি” নবীন ও বিদায়ীদের সংবর্ধনা-সহ বছরব্যাপী দিবসভিত্তিক নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে সার্কভুক্ত সকল দেশের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার প্রয়াস গ্রহণ করে থাকে।