করোনায় স্থগিত ইউরো টি-টোয়েন্টি লিগ

খেলা ডেস্ক


জুলাই ২৪, ২০২০
১২:৩৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৪, ২০২০
১২:৩৯ অপরাহ্ন



করোনায় স্থগিত ইউরো টি-টোয়েন্টি লিগ

আবারও স্থগিত করা হয়েছে ইউরো টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্বোধনী আসরটি পিছিয়ে দেওয়া হয়েছে আগামী বছরে। বুধবার ইউরো টি-টোয়েন্টি লিগ স্থগিত করার ঘোষণা দেয় আয়োজকরা।  

২০১৯ সালে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের ছয়টি শহর নিয়ে আয়োজনের কথা ছিল নতুন এই ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ। কিন্তু সেবারও এক বছর পিছিয়ে দেওয়া হয় নতুন এই টুর্নামেন্ট।  তবে চলতি বছর ইউরো টি-টোয়েন্টি লিগ আয়োজনের ব্যাপারে গত কয়েকমাস ধরে আলোচনাও চালিয়ে যাচ্ছিল আয়োজকরা। এবার করোনাভাইরাসের কারণে  আরও এক বছর পিছিয়ে দেওয়া হলো আসরটি। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালে হবে ইউরো টি-টোয়েন্টি লিগ। এই টুর্নামেন্টে খেলার কথা নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান এবং পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির মতো তারকাদের। দেখা যেতে পারে কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকেউ।

এএন/০৫