খেলা ডেস্ক
জুলাই ২৪, ২০২০
১১:১০ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২০
০২:১৮ পূর্বাহ্ন
ওল্ড ট্রাফোর্ডে সিরিজের শেষ টেস্টে পোপ-বাটলারে ব্যাটে বড় সংগ্রহের পথে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। যদিও গতকাল শুক্রবার শুরু হওয়া সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম দিনে ১৩১ রানেই ইংল্যান্ডের ৪ উইকেটে তুলে নিয়েছিল ক্যারিবিয়ানরা। আলোকস্বল্পতায় নির্ধারিত ওভারের আগেই দিনের খেলা শেষ হয়। পঞ্চম উইকেটে পোপ ও বাটলারের অবিচ্ছিন্ন ১৩৬ রানের জুটিতে প্রথম দিন শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ২৫৮। পোপ ৯১ ও বাটলার ৫৬ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে পর্যন্ত ২ উইকেট নিয়েছেন রোচ। আর ১ উইকেট পেলেই টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁবেন ডানহাতি এ পেসার। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যাম্ব্রুশ সর্বশেষ ২০০ উইকেট পেয়েছিলেন।
এএন/০২