ইংলিশ অধিনায়কের লজ্জার রেকর্ড

খেলা ডেস্ক


জুলাই ২৫, ২০২০
০২:৩১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২০
০২:৩১ পূর্বাহ্ন



ইংলিশ অধিনায়কের লজ্জার রেকর্ড

অধিনায়ক হিসেবে লজ্জার রেকর্ড গড়েছেন জো রুট। দ্বিতীয়বার বাবা হওয়ায় দলে ছিলেন না প্রথম টেস্টে। দ্বিতীয় ম্যাচের ফিরে দলের ১১৩ রানের জয় দেখেছেন তিনি। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক পেলেন লজ্জাজনক এক উপহার।  

গতকাল শুক্রবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের প্রথম দিনের খেলায় দলের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১৭ রানে রান আউট হয়েছেন রুট। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ষষ্ঠবারের মতো রান আউটের শিকার হলেন তিনি। চার দিনের ব্যবধানে দু’বার এই অভিজ্ঞতা তাকে একটি রেকর্ডে স্থান করে দিয়েছে।  

ইংল্যান্ডের টেস্ট অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশিবার রান আউটের শিকার হলেন তিনি। অধিনায়কত্ব পাওয়ার পর এই নিয়ে চারবার রান আউট হয়েছেন রুট। এর মাধ্যমে ১১৮ বছর আগে সাবেক ইংলিশ অধিনায়ক আর্চি ম্যাকলারেনের গড়া রেকর্ড ভেঙেছেন তিনি।  

ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে অবশ্য রুটের চেয়ে এগিয়ে আছেন জিওফ্রে বয়কট ও ম্যাট প্রায়র। দুই সাবেক ইংলিশ ব্যাটসম্যান ৭ বার করে এই স্বাদ পেয়েছেন। 

এএন/০৩