উইকেটের ডাবল সেঞ্চুরি পেলেন রোচ

খেলা ডেস্ক


জুলাই ২৫, ২০২০
১২:২১ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২০
১২:২১ অপরাহ্ন



উইকেটের ডাবল সেঞ্চুরি পেলেন রোচ

টেস্টে উইকেট নেওয়ার ডাবল সেঞ্চুরি পেলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার আন্দ্রে জামাল রোচ। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে গতকাল প্রথম দিনেই কাজটি এগিয়ে রেখেছিলেন রোচ। ১৯৯ উইকেট নিয়ে দিন শেষ করেছিলেন তিনি। উইকেটের ডাবল সেঞ্চুরি করতে তার প্রয়োজন ছিল মাত্র ১টি উইকেট। আজ নিজের তৃতীয় ওভারে ওকসকে ক্রিজ ছাড়া করে মাইলফলক ছুঁইলেন তিনি। 

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের নবম বোলার হিসেবে উইকেটের 'ডাবল সেঞ্চুরি' পেলেন রোচ। তাঁর আগে সর্বশেষ ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোস টেস্টে ২০০ উইকেট পান। দীর্ঘ ২৬ বছর পর ক্যারিবিয়ান ক্রিকেটার হিসেবে ২০০ উইকেট পেলেন আজ  রোচ।

২০১৭ সাল থেকেই টেস্টে সেরা বোলারদের কাতারে রয়েছেন রোচ। ২২.৭২ গড়ে এ সময় ৭৯ উইকেট নিয়েছেন ডানহাতি এ পেসার। উইকেট নেওয়ার এ তালিকায় একই সময় তাঁর চেয়ে ভালো গড় আছে শুধু জেমস অ্যান্ডারসন, প্যাট কামিন্স, ইশান্ত শর্মা ও জেসন হোল্ডার। 

এএন/০৫