লোভাছড়ায় প্রশাসনের অভিযানে কোটি টাকার যন্ত্রপাতি ধ্বংস

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৬, ২০২০
০১:১১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২০
০১:১২ পূর্বাহ্ন



লোভাছড়ায় প্রশাসনের অভিযানে কোটি টাকার যন্ত্রপাতি ধ্বংস

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের টাস্কফোর্স। এক সপ্তাহের মধ্যে এটি টাস্কফোর্সের দ্বিতীয় অভিযান।

আজ শনিবার (২৫ জুলাই) দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লোভাছড়ায় অবৈধভাবে পাথর উত্তোলন ও মজুদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে পাথর উত্তোলন এবং পরিবহনের জন্য ৭০ টি বাল্কহেড জাহাজ ও ১০টি অবৈধভাবে স্থাপিত ক্রাশার মেশিন বিকল করা হয়। বিকল করা যন্ত্রাংশের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

ইজারাবহির্ভূত লোভাছড়া পাথর কোয়ারি থেকে অবৈধভাবে এসব পাথর উত্তোলন করে মজুত করা হয়েছিলো বলে জানিয়েছেন অভিযানকারী প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসনের ৩ জন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, হাছিবুর রহমান এবং মো. মেজবাহ উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরাও অংশ নেন।

এর আগে গত ১৮ জুলাই লোভছাড়ায় টাক্সফোর্সের অভিযান চালিয়ে এক কোটি ঘনফুট পাথর জব্দ করা হয়। এবং ৬৪টি ক্রাশার মেশিন ও ৫৫টি শ্যালো ইঞ্জিন ধ্বংস করা হয় এবং ৬৭টি বল্কহেড জাহাজ বিকল করা হয়। জব্দ করা পাথর নিলামের মাধ্যমে বিক্রি করে প্রশাসন।

লোভাছড়া পাথর কোয়ারির ইজারাদার ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশ। ইতোমধ্যে তার ইজারার মেয়াদ শেষ হয়েছে। তবু পলাশ অবৈধভাবে পাথর উত্তোলন অব্যাহত রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে।

লোভাছড়া পাথর কোয়ারির অবস্থান বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী লোভা নদীর অববাহিকা এলাকায়। ৪০২ দশমিক ৮৯ একর আয়তনের এই পাথর কোয়ারির ইজারার মেয়াদ শেষ হয়েছে ১৪২৬ বাংলা সনের ৩০ চৈত্র। বাংলাদেশ খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমএডি) গত ২৮ মে একটি পত্রের মাধ্যমে পাথর কোয়ারির ইজারার মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি কানাইঘাট উপজেলা প্রশাসনকে জানায়।

 

এএফ/০২