ক্রীড়া প্রতিবেদক
জুলাই ২৬, ২০২০
১১:০৯ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২০
১১:০৯ পূর্বাহ্ন
করোনাকালে বাসায় অলস সময় কাটাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এদের মধ্যে আবার কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। তবে কেউ কেউ আবার এই অলস সময়টাতেই সেরে নিয়েছেন জীবনের দ্বিতীয় ইনিংস। জুলাই মাসের শুরুতেই বিয়ে করেছেন সিলেটের আবু জায়েদ চৌধুরী রাহি। পরে করেন ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন সৈকত ও রাজশাহীর তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত। এবার বিয়ের পিঁড়িতে বসলেন বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলাম অনিক। শুক্রবার ঢাকাতেই গাঁটছড়া বেঁধেছেন সাদমান। জীবনসঙ্গী নাশা নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। ।
এএন/০৫