ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু ১৮ আগস্ট

খেলা ডেস্ক


জুলাই ২৯, ২০২০
১২:১৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৯, ২০২০
১২:১৪ পূর্বাহ্ন



ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু ১৮ আগস্ট

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সূচি চূড়ান্ত করেছেন আয়োজকরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাঝের অনাকাঙ্ক্ষিত বিরতির পর প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর হতে যাচ্ছে এটি। সূচি অনুসারে, সিপিএল শুরু হচ্ছে আগামী ১৮ আগস্ট। ছয় দলের এই প্রতিযোগিতাটি শেষ হবে ১০ সেপ্টেম্বর।

বৈশ্বিক মহামারির কারণে এবার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দুটি মাঠে অনুষ্ঠিত হবে আসরের সবগুলো ম্যাচ। ভেন্যুগুলো হলো- ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি ও কুইন্স পার্ক ওভাল। ৩৩টি ম্যাচের কোনোটিতেই মাঠে প্রবেশ করতে পারবেন না দর্শকরা।সিপিএলের অষ্টম আসরের প্রথম দিনে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ত্রিনবাগো নাইট রাইডার্স খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। একই ভেন্যুতে পরের ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টসের মুখোমুখি হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

সিপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যামিয়েন ও’ডোনোহো বলেছেন, ‘এই বছরের প্রতিযোগিতাটি হবে ভিন্ন ধাঁচের। তবে মান আগের যে কোনো সময়ের চেয়ে উঁচু হবে।’

এএন/০৮