উইন্ডিজকে ২৬৯ রানে হারিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়

খেলা ডেস্ক


জুলাই ২৯, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৯, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন



উইন্ডিজকে ২৬৯ রানে হারিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট ২৬৯ রানে জিতেছে ইংল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ এ নিজেদের করলো স্বাগতিকরা।

আজ মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস ১২৯ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড। অতিথি দলের সামনে লক্ষ্য ছিল ৩৯৯ রানের। প্রথম ইনিংসে ইংলিশদের ৩৬৯ রানের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১৯৭ রান। পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২২৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড।

সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ তে লিড নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে টানা দুই টেস্ট জিতে সিরিজ নিজেদের করল ইংলিশরা। স্টুয়ার্ট ব্রডময় ম্যাচে তৃতীয় দিন শেষেই জয় দেখছিল ইংল্যান্ড। তবে চতুর্থ দিন পুরোটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় অপেক্ষা বাড়ে ইংলিশদের। পঞ্চম দিনেও বৃষ্টির পূর্বাভাস থাকায় ইংল্যান্ডের সিরিজ জয় নিয়ে শঙ্কাই তৈরি হয়েছিল।বৃষ্টি একাধিকবার বাগড়া দিয়েছে ম্যাচে। তবে ইংল্যান্ড ঠিকেই জয় তুলে নিয়েছে।এদিন ৩১.১ ওভার খেলা হয়েছে। ২ উইকেটে ১০ রান নিয়ে দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পুরো দিন কাটিয়ে দিতে পারলে উইজডেন ট্রফি ধরে রাখা হতো তাদের। কিন্তু কঠিন সেই কাজটা তারা করতে পারেনি। বরং হার নেমেছে সহজেই।সর্বোচ্চ ৩১ রান করেছেন শেই হোপ। জার্মেইন ব্ল্যাকউড ২৩ ও শামার ব্রুকস ২২ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ক্রিস উকস ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে সফল।

ব্রড নিয়েছেন ৪ উইকেট। ব্রড ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এদিন। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। ম্যাচে তৃতীয়বারের মতো ১০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। সঙ্গে চাপের মুখে প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪৫ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন ব্রড। সবমিলে ম্যাচসেরা হয়েছেন। সিরিজ সেরা হয়েছেন যৌথভাবে রোস্টন রেজ ও ব্রড।করোনা বিরতির পর এটিই ছিল প্রথম আন্তর্জাতিক সিরিজ। 

এএন/০৯