বেয়ারস্টো, আদিল ঝলকে ইংল্যান্ডের সিরিজ জয়

খেলা ডেস্ক


আগস্ট ০২, ২০২০
০৭:২৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২০
০৭:২৫ অপরাহ্ন



বেয়ারস্টো, আদিল ঝলকে ইংল্যান্ডের সিরিজ জয়

জনি বেয়ারস্টোর ব্যাটিং আর লেগ স্পিনার আদিল রশিদের বোলিং ঝলকে আয়াল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল ইংল্যান্ড।

শনিবার সাউদাম্পটনে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে চেপে ধরে ৩ উইকেট নিলেন লেগ স্পিনার আদিল রশিদ। স্পর্শ করলেন ওয়ানডেতে দেড়শো উইকেটের মাইলফলক। পরে সহজ লক্ষ্য তাড়ায় খুনে হয়ে উঠল জনি বেয়ারস্টোর ব্যাট। তিনি পেরিয়ে গেলেন ওয়ানডেতে ৩ হাজার রানের মাইলফলক। দুজনের ছোট ছোট ব্যক্তিগত মাইলফলক স্পর্শের দিনে সহজে জিতল ইংল্যান্ডও। আইরিশদের ২১২ রানে আটকে ১০২ বল আগে ৪ উইকেটে জিতেছে ইংল্যান্ড।

২১৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে গিয়েই সঙ্গী জেসন রয়কে হারিয়ে দলকে একই জিতান বেয়ারস্টো। মাত্র ৪১ বলে ২ ছক্কা আর ১৪ চারে করেন ৮২ রান।  জশ লিটল তাকে আউট করার পর অধিনায়ক ইয়ন মরগ্যান আর মঈন আলিকেও তুলে নিয়েছিলেন দ্রুত।কিন্তু স্যাম বিলিংস আর ডেভিড উইলি মিলে সহজ জয় পেতে সমস্যা হয়নি স্বাগতিকদের।

এর আগে আয়ারল্যান্ড করে মাত্র ২১২ রান। লেগ স্পিনার রশিদ ১০ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে তুলেন ৩ উইকেট। এরমধ্যে লোরান টকারকে আউট করে পান ১৫০তম ওয়ানডে উইকেট। আইরিশদের বিপর্যয়ে হাল ধরেন কার্টিস ক্যাম্পার। অভিষেক ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ফিফটি পেয়ে তিনি করেন ৮৭ বলে ৬৮ রান। বোলিংয়ে এসেও পরে ২ উইকেট পান। ব্যাটে-বলে এমন নৈপুণ্য দেখানোর পরও দলের পরাজয় ঠেকানো যায়নি।

সংক্ষিপ্ত স্কোর: 

আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২১২/৯ (স্টার্লিং ১২, ডেলানি ০, বালবার্নি ১৫, টেক্টর ২৮, ও’ব্রায়েন ৩, টাকার ২১, ক্যাম্পার ৬৮, সিমি ২৫, ম্যাকব্রাইন ২৪, ইয়ং ২*; উইলি ২/৪৮, টপলি ১/৩১, মইন ০/২৭, ভিন্স ১/১৮, রশিদ ৩/৩৪, মাহমুদ ২/৪৫)

ইংল্যান্ড: ৩২.৩ ওভারে ২১৬/৬ (রয় ০, বেয়ারস্টো ৮২, ভিন্স ১৬, ব্যান্টন ১৫, বিলিংস ৪৬*, মর্গ্যান ০, মইন ০, উইলি ৪৭*; ইয়ং ১/৬৮, লিটল ৩/৬০, ম্যাকব্রাইন ০৩৩, ক্যাম্পার ২/৫০, সিমি ০/৩)

ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী, সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-০ এগিয়ে সিরিজ নিশ্চিত

এএন/০৪