সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৪, ২০২০
০৬:০৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২০
০৬:১৮ পূর্বাহ্ন
আশির দশকে জাসদ সভাপতি মেজর (অব.) এম এ জলিলের সঙ্গে অল ইউরোপ জাসদ'র জয়েন্ট কনভেনার সাইফুর রাজ্জাক চৌধুরী কিনু (চিহ্নিত)।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ব্যাংকার ও রাজনীতিবিদ সাইফুর রাজ্জাক চৌধুরী কিনুর নামে সিলেট নগরীর কোন একটি চত্বরের নাম করার দাবি জানিয়েছে তাঁর পরিবার। পরিবারের পক্ষে তাঁর ছোট ভাই সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু এমন দাবি সম্বলিত একটি আবেদন সিলেট সিটি করপোরেশনের মেয়র বরাবর জমা দিয়েছেন।
আবেদনে বলা হয়, সাইফুর রাজ্জাক চৌধুরী কিনু ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক, বিশিষ্ট ব্যাংকার ও রাজনীতিবিদ। ১৯৭১ সালে ব্যাংকের অফিসার পদে কর্মরত থাকাকালেই তিনি সহযোদ্ধাদের নিয়ে দেশ মাতৃকার ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েন। তিনি মুক্তিযুদ্ধের শুরুতে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)'র প্রথম ব্যাচে যুদ্ধ প্রশিক্ষন গ্রহন করেন এবং সিনিয়র গেরিলা লিডার হিসাবে সরাসরি যুদ্ধে অংশ নেন।রাজনীতিবিদ হিসাবে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সিলেট জেলা জাসদ এর সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় জাসদ এর পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া এক সময় ইউরোপে অবস্থানকালে তিনি ছিলেন অল ইউরোপ জাসদ'র জয়েন্ট কনভেনার।
নেদারল্যান্ডে অবস্থানকালে তাঁর সম্পাদনায় স্ট্রাগল নামের একটি পত্রিকাও নিয়মিত বের হত। এছাড়া বিদেশে থাকাকালে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠনের সঙ্গে জাসদের প্রতিনিধি হিসাবে যোগাযোগ ছিল তাঁর।
১৯৪৮ সালের ২৮ নভেম্বর জন্ম নেওয়া ক্ষনজন্মা এই ব্যাক্তিত্ব সর্বজনের কাছে সমাদৃত এবং সৎ নিবেদিত প্রান হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯৬ সনে সিলেটের কোর্ট মসজিদে নামাজরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকার পিজি হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকাকালে ৮ অক্টোবর মৃত্যু বরণ করেন। মৃত্যুকালেতাঁর রেখে যাওয়া দুই কন্যা বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
তিনি এ দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে আজীবন সংগ্রাম করে গেছেন। বহু গুনের অধিকারী জাতির এই শ্রেষ্ঠ সন্তানের বীরত্বের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সিলেট নগরীর যে কোন একটি চত্বর তাঁর নামে নামকরনের জন্য পরিবারের পক্ষ থেকে সিটি মেয়রসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
এএন/০১