ফিকার জরিপ : বিশ্বকাপে দশের বেশি দল চান অধিকাংশ ক্রিকেটার

খেলা ডেস্ক


আগস্ট ০৪, ২০২০
০৭:৪৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৪, ২০২০
০৭:৪৩ অপরাহ্ন



ফিকার জরিপ : বিশ্বকাপে দশের বেশি দল চান অধিকাংশ ক্রিকেটার

বিশ্বকাপে দশের বেশি দল চান অধিকাংশ ক্রিকেটার। পেশাদার ক্রিকেটাররা মনে করেন, ক্রিকেটের সবচেয়ে বড় বৈশ্বিক ইভেন্ট পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। এই বিশ্বকাপে দশটির বেশি দেশ দেখতে চান অধিকাংশ ৫৫ শতাংশ ক্রিকেটার। তারা মনে করেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জনপ্রিয়তা এখনও পঞ্চাশ ওভারের বিশ্বকাপকে ছুঁতে পারেনি।

ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ফিকা) দ্বিতীয় বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। এই জরিপে ফিকার সদস্য নয়টি দেশের ২৭৭ জন পেশাদার ক্রিকেটার অংশ নেন। তবে ভারত-পাকিস্তানের ক্রিকেটার এই জরিপে অংশ নেননি।

ফিকার ওই জরিপে ৮২ শতাংশ ক্রিকেটার টেস্ট ক্রিকেটকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরম্যাট বলে জানিয়েছেন। তবে ৫৮ শতাংশের মতামত, পর্যাপ্ত টেস্ট ম্যাচ খেলানো হচ্ছে না। টেস্টকে জনপ্রিয় করতে দিবারাত্রির টেস্ট চালু হয়েছে। তবে ৫৫ ভাগ মনে করেন, দিবারাত্রির টেস্ট বাধ্যতামূলক করা ঠিক হবে না। এছাড়া ৭৬ শতাংশ ক্রিকেটার চার দিনের টেস্টের বিপক্ষে মত দিয়েছেন।

জরিপে ৮৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, পঞ্চাশ ওভারের বিশ্বকাপই ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট। কিন্তু টুর্নামেন্টটি দশটির বেশি দলের অংশগ্রহণে হওয়া উচিত মনে করেন ৫৫ ভাগ ক্রিকেটার।  উত্তরদাতাদের প্রায় অর্ধেক ক্রিকেটার তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত। তবে ৭৭ ভাগ ক্যারিয়ার নিয়ে আশাবাদী, কেউ কেউ মনে করেন ক্যারিয়ারের অনিশ্চয়তা সামনে কেটে যাবে।

এএন/০৩