আইপিএলে স্থগিত অস্ট্রেলিয়া-উইন্ডিজ সিরিজ

খেলা ডেস্ক


আগস্ট ০৪, ২০২০
০৮:০৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৪, ২০২০
০৮:০৪ অপরাহ্ন



আইপিএলে স্থগিত অস্ট্রেলিয়া-উইন্ডিজ সিরিজ

ইংল্যান্ডের দেখানো সুরক্ষা নীতির পথ মেনে অন্যান্য সিরিজগুলো শুরুর সম্ভাবনা থাকলেও স্থগিত করা হয়েছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। করোনাভাইরাসের কারণে এই সিরিজ স্থগিত হয়েছে বলে মনে করেন না অনেকেই। তাদের ধারণা আইপিএলের কারণেই এই সিরিজ স্থগিত করা হয়েছে। এর ধরাবাহিকতায় আরও একাধিক সিরিজ আইপিএলের কবলে পড়ে স্থগিত হয়েছে।

অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তাবিত টি-টোয়েন্টি সিরিজও স্থগিত হয়েছে। এর আগে আইপিএলের কারণে সূচি নির্ধারণে ব্যর্থ হয়ে দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ সফর ও প্রোটিয়াদের শ্রীলংকা সফর স্থগিত করা হয়।

বিশ্বকাপের আগে ৪, ৬ ও ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে চেয়েছিল অজিরা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় ওই সিরিজের ভাগ্যও নির্ধারণ হয়ে গিয়েছিল। সিরিজ স্থগিত হওয়ায় বিল পিপেন ওভাল স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক পিছিয়ে গেল।

এছাড়া ক্রেইনসের ক্যাজালি স্টেডিয়ামকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে। সর্বশেষ ১৬ বছর আগে ওই স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলেছিল অজিরা। উইন্ডিজের বিপক্ষে সিরিজ ছাড়াও অজিদের অক্টোবরের ১১, ১৪ ও ১৭ তারিখে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। আইপিএলের কারণে সেটাও হচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, ডিসেম্বর-জানুয়ারিতে ভারতের অস্ট্রেলিয়া সফরে টেস্ট-ওয়ানডের সঙ্গে ওই টি-২০ সিরিজও হবে।

এএন/০৪