আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে

খেলা ডেস্ক


আগস্ট ০৭, ২০২০
১১:৪৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৭, ২০২০
১১:৪৪ অপরাহ্ন



আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে

চলতি বছর স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। আগামী বছরে ভারতে আগের সূচি অনুযায়ী হবে আরেক টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া চলতে বছরের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপও পিছিয়েছে দুই বছর। নিউজিল্যান্ডেই টুর্নামেন্টটি হবে ২০২২ সালে।
শুক্রবার আইসিসির বিজনেস ডেভলোপমেন্ট উইং ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক দেন দরবারের পর শেষ পর্যন্ত সমাধান এসেছে। ভারতে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হবে কুড়ি ওভারের বিশ্বকাপের সপ্তম আসর, ফাইনাল হবে ১৪ নভেম্বর।
২০২২ সালে এই সংস্করণের বিশ্বকাপের অষ্টম আসর আয়োজন করবে অস্ট্রেলিয়া। এই আসরের ফাইনালের তারিখ থাকছে ১৩ নভেম্বর।
এএন/০৩