বাটলার-ওকস ঝলকে প্রথম টেস্টে জিতল ইংল্যান্ড

খেলা ডেস্ক


আগস্ট ০৮, ২০২০
১১:৫৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২০
১১:৫৯ অপরাহ্ন



বাটলার-ওকস ঝলকে প্রথম টেস্টে জিতল ইংল্যান্ড

জস বাটলার-ক্রিস ওকস ঝলকে প্রথম ইনিংসে পিছিয়ে থাকা ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়ে তুলে নিয়েছে দারুণ এক জয়। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বোলারদের মুন্সিয়ানায় তৃতীয় দিনেই খেলায় ফিরেছিল ইংল্যান্ড। চতুর্থ দিনে সেই দাপট ধরে রেখে ৩ উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জো রুটের দল।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ১০৯.৩ ওভারে ৩২৬
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৭০.৩ ওভারে
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৪৬.৪ ওভারে ১৬৯ (আগের দিন ১৩৭/৮) (ইয়াসির ৩৩, আব্বাস ৩*, নাসিম ৪; অ্যান্ডারসন ০/৩৪, ব্রড ৩/৩৭, আর্চার ১/২৭, বেস ১/৪০, ওকস ২/১১, স্টোকস ২/১১)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৮২.১ ওভারে ২৭৭/৭ (বার্নস ১০, সিবলি ৩৬, রুট ৪২, স্টোকস ৯, পোপ ৭, বাটলার ৭৫, ওকস ৮৪*, ব্রড ৭, বেস ০*; আফ্রিদি ১/৬১, আব্বাস ১/৩৬, নাসিম ১/৪৫, ইয়াসির ৪/৯৯, শাদাব ০/৩৪)
ফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী
এএন/০৪