জাতীয় দলে ফেরার প্রতীজ্ঞায় অনুশীলনে সাব্বির

খেলা ডেস্ক


আগস্ট ০৯, ২০২০
০৯:১৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৯, ২০২০
০৯:১৮ অপরাহ্ন



জাতীয় দলে ফেরার প্রতীজ্ঞায় অনুশীলনে সাব্বির

২০১৯ সালের জুলাইয়ে শেষবারের মতো জাতীয় দলে দেখা গেছে সাব্বিরকে। কিন্তু শ্রীলঙ্কা সফরে থাকলেও ছিলেন চরম ব্যর্থ। সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। এরপর বিপিএলে রংপুর ওয়ারিয়র্সে সুযোগ পেয়েও ফ্লপ! মাঝে ঢাকা প্রিমিয়ার লিগকে জাতীয় দলে ফেরার মঞ্চ বানাতে চেয়েও পারেননি। কারণ করোনার কারণে এক রাউন্ড শেষেই স্থগিত টুর্নামেন্ট।

দীর্ঘদিন পর মিরপুরে অনুশীলনে ফিরে সাব্বির জানালেন, ‘দেখুন জাতীয় দলে ফেরার জন্য সুযোগ পেতে হবে। খেলা না হলে সম্ভব নয়। ডিপিএল, বিপিএল, জাতীয় লিগ বা বিসিএল-যাই হোক না কেন, ভালো কিছু করে দলে ফিরতে চেষ্টা করব। এ আশা থেকেই অনুশীলন চালিয়ে যাচ্ছি।’

করোনার কারণে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গত পাঁচ মাসের মধ্যে রবিবার প্রথমবারের মতো অনুশীলন করলেন সাব্বির। গৃহবন্দী সময়ে রাজশাহীতে ইনডোরে ব্যাটিং-বোলিং করেছেন। জিমনেসিয়ামেও সময় কাটিয়েছেন।

সাব্বির জানাচ্ছিলেন, ‘আমার বাসা রাজশাহী। এ কারণেই গত ২৫ মার্চ রাজশাহী চলে গিয়েছিলাম। সেখানে অনুশীলনের সুযোগ পাইনি। করোনার কারণে ঘরেই বন্দী ছিলাম। পরিবারের সঙ্গে হোম কোয়ারেন্টিনে ছিলাম। তবে বাসায় কিছু জিম ওয়ার্ক করেছি। রাজশাহীর ইনডোরে কাজ করেছি। জিম ছাড়াও ইনডোরে ব্যাটিং-বোলিং করেছি।’

সাব্বির ফের জাতীয় দলে খেলার স্বপ্ন বুনে যাচ্ছেন। বলছিলেন, ‘দেখে ভালো লেগেছে ফের আন্তর্জাতিক খেলা শুরু হয়েছে। আমাদের দেশে বা অন্যান্য দেশে সব কিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই আমরাও আন্তর্জাতিক ম্যাচ খেলব। উম্মুখ হয়ে আছি খেলার জন্য। এখন অনুশীলন করছি নিজেকে ফিট ও ভালো রাখার জন্য। আশা করি খেলা শুরু হলে ভালো কিছু করতে পারব, ইনশাআল্লাহ।’

এএন/০১