মাঠের অনুশীলনে ফিরলেন নারী ক্রিকেটাররা

খেলা ডেস্ক


আগস্ট ১০, ২০২০
০৫:৩০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১০, ২০২০
০৫:৩০ অপরাহ্ন



মাঠের অনুশীলনে ফিরলেন নারী ক্রিকেটাররা

ছেলে ক্রিকেটারদের পর এবার মাঠের অনুশীলনে ফিরলেন নারী ক্রিকেটাররাও। দেশের তিন ভেন্যুতে আজ সোমবার থেকে নারী ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন।
বিসিবি জানায়, ব্যাটার শারমিন আক্তার সুপ্তা, উইকেটকিপার-ব্যাটার শামিমা সুলতানা, পেসার জাহানারা আলম, অলরাউন্ডার লতা মণ্ডল ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন।
তবে আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন করেন পেসার জাহানারা আলম ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
প্রথম দিনে জাহানারা জিমের পাশাপাশি করেছেন বোলিংও। সেখানে সামান্য সমস্যা হয়নি বলেই জানান এ নারী ক্রিকেটার।
লম্বা সময় পর মিরপুরে ফিরে দারুণ উচ্ছ্বসিত জাহানারা বলেন, 'সবকিছু মিলিয়ে আমি অনেক ভালো অনুভব করেছি। অনেকদিন পর বোলিং করলাম, মিরপুরে মাঠে হাঁটলাম। দীর্ঘদিন পর এমন অনুভূতি সত্যিই অসাধারণ। সবমিলিয়ে দারুণ লাগছে। ধন্যবাদ বিসিবিকে। প্রথমবারের মতো ছেলেদের মতো করে সুযোগ সুবিধা আমরা পেয়েছি। আমাদেরকে বলতেও হয়নি। বিসিবি নিজ উদ্যোগেই আমাদের অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে।'
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুই সংস্করণে বাংলাদেশের দুই অধিনায়ক রুমানা আহমেদ ও সালমা খাতুন অনুশীলন করেন।
চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ভেন্যুতে ছেলেরা থাকলেও কোনো মেয়ে ক্রিকেটারের অনুশীলন করবেন না। তবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন করেন স্পিনার খাদিজা তুল কুবরা ও ব্যাটার শারমিন সুলতানা। এই মাঠে নেই কোনো পুরুষ ক্রিকেটারের অনুশীলন।
বিসিবির ব্যবস্থাপনায় ঈদের আগে থেকে আগ্রহী ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু হয়।
প্রাথমিকভাবে জাহানারাদের তিন দিনের সূচি দেওয়া হয়েছে। আরও দুইদিন পেস বোলিং করবেন জাহানারা। প্রথম দিনে তিন ওভার বোলিং করেছেন। প্রথম সপ্তাহে তিন ওভার করেই বল করার নির্দেশনা দেওয়া হয়েছে তাকে। প্রত্যেকের জন্যই বরাদ্দ রয়েছে আলাদা সময়। কঠোরভাবে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি।
এএন/০৬