সেপ্টেম্বরেই শ্রীলঙ্কা সফর টাইগারদের

খেলা ডেস্ক


আগস্ট ১১, ২০২০
০৬:১২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২০
০৭:৫৯ পূর্বাহ্ন



সেপ্টেম্বরেই শ্রীলঙ্কা সফর টাইগারদের

সেপ্টেম্বরেই শ্রীলঙ্কা সফর যাচ্ছে টাইগাররা। সেখানে খেলবে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। এই সফরকে সামনে রেখে দেশের চার ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কা সফর হতে পারে। সূচি চূড়ান্ত হলেই ক্রিকেটারদের আবাসিক ক্যাম্প শুরু হবে।
গত জুন মাসে তিন টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে করোনায় অনেক সিরিজের মতো এই সিরিজও স্থগিত হয়ে যায়। শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এই সফরের ব্যাপারে ভাবতে শুরু করে বিসিবি। তিন টেস্টের সিরিজ হওয়া একরকম চূড়ান্ত। সেইসঙ্গে তিনটি বাড়তি টি-টোয়েন্টি যোগ করার প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। প্রাথমিকভাবে যেটা কথা ছিল যে তিন টেস্টের একটা সিরিজ হবে। এরসঙ্গে আরও তিনটা টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব এসেছে। যেটার ব্যাপারে আমরা নিজেরা আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। তারিখ আমরা চূড়ান্ত করিনি। কোন কোন ফরম্যাটে খেলা হবে তা ঠিক হওয়ার পর তারিখ ঠিক করব। ’
শ্রীলঙ্কায় সফর করতে হলে আগেভাগে ক্রিকেটারদের ক্যাম্পের ব্যবস্থা করতে হবে। ক্যাম্প শুরুর আগে করোনাভাইরাস পরীক্ষাও করাতে হবে ক্রিকেটারদের। নিজামউদ্দিন জানালেন, সূচি ঠিক হলেই বাকি পদক্ষেপ নিয়ে নেবেন তারা,  ‘জাতীয় দলের চূড়ান্ত ক্যাম্প- আমরা শ্রীলঙ্কা সফরের শিডিউল যখন চূড়ান্ত করতে পারব তখন আমরা ঠিক করব। যদি আনুমানিক যে তারিখ ঠিক হয়েছে, সেপ্টেম্বরের শেষে যদি আমরা সফর করি। সেক্ষেত্রে শ্রীলঙ্কা সফরের আগে আমাদের এখানে কিছু কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা হবে।’
এএন/০১