সিলেট থেকে নব্য জেএমবির পাঁচ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১১, ২০২০
০৫:২০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২০
০৫:৫৬ অপরাহ্ন



সিলেট থেকে নব্য জেএমবির পাঁচ সদস্য গ্রেপ্তার

সিলেট থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ বা নব্য জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ‌্যম) জ্যো‌তির্ময় সরকারের মোবাইল ফো‌নে যোগা‌যোগ করা হ‌লে তা বন্ধ পাওয়া যায়। এছাড়া সিলেটের কোতোয়ালি থানা ওসি (তদন্ত) সৌমেন মৈত্র বলেন 'তিনি এ বিষয়ে কিছু জানেন না।' 

আর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

তবে ঢাকার একটি জাতীয় দৈনিককে বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম  অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম।

তিনি বলেছেন, ‘সিলেটে আমাদের একটি টিম গেছে। গ্রেপ্তারকৃতদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদের পর তাদের সাংগঠনিক পরিচয়সহ অন্যান্য বিষয় নিশ্চিত করে বলা যাবে।’

এদিকে, ঈদুল আজহাকে ঘিরে জঙ্গিগোষ্ঠী আইএসের কথিত ‘বেঙ্গল উলায়াত’ ঘোষণার উদ্যোগে পুলিশ দেশে জঙ্গি হামলার আশঙ্কা করেছিল। তখন সম্ভাব্য হামলা প্রতিরোধে ১২ দফা নির্দেশনা বাস্তবায়নের সুপারিশ করেছিল পুলিশ।

এনএইচ/বিএ-১৭