খেলা ডেস্ক
আগস্ট ১৩, ২০২০
০১:০৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৩, ২০২০
০১:০৭ পূর্বাহ্ন
আগামী ২৩ সেপ্টেম্বর এক সঙ্গে শ্রীলঙ্কা যাবে জাতীয় ও এইচপি দল। আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ও এইচপি (হাইপারফরম্যান্স) দলের শ্রীলঙ্কা সফরের তারিখ চূড়ান্ত করে বিসিবি।
সভা শেষে বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয় জানান, 'হাই পারফরম্যান্স দলের শ্রীলঙ্কায় একটা সফর ছিলই। এখন একটু আগে গেলে আমাদের জাতীয় দলের জন্য ভালো হয়। সঙ্গে এইচপির ক্যাম্পটাও করা হলো। আমাদের দেশের করোনা পরিস্থিতি ভালো না হওয়ায় সেখানে ক্যাম্প করা হবে।'
সভায় আরও ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।
শ্রীলঙ্কা সফরে ৩ টেস্ট ও ৩ টি–টোয়েন্টির সিরিজ খেলবে জাতীয় দল। সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের জন্য শ্রীলঙ্কা থেকে কোনো দল পাওয়া যাবে না। তাই নেওয়া হচ্ছে এইচপি দলকে।
দল দুটি ঘোষণা করা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। করোনার পরসিস্থিতির কারণে জাতীয় দলটা স্বাভাবিকের চেয়ে বড়ই হবে। হাই পারফরম্যান্স দলও হবে দীর্ঘ। উভয় দলে প্রায় ৪০ জন ক্রিকেটারের বহর যাবে শ্রীলঙ্কায়। সঙ্গে কোচ, কর্মকর্তারা তো থাকবেনই।
সফরের প্রথম তিন সপ্তাহের খরচ বিসিবিকে বহন করতে হবে। জাতীয় দল ও হাই পারফরম্যান্স দলের সিরিজ শুরুর ঠিক আগে থেকে তাদের খরচ বহন করবে শ্রীলঙ্কা ক্রিকেট।
এএন/০৩