ইমরান খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মিয়াঁদাদের

খেলা ডেস্ক


আগস্ট ১৩, ২০২০
১০:৫১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৩, ২০২০
১০:৫১ অপরাহ্ন



ইমরান খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মিয়াঁদাদের

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন সাবেক কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। তাঁর মতে ‌পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির সঙ্গে যারা যুক্ত, তাঁদের একজনও ক্রিকেট বোঝে না। 'পিসিবিতে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের মধ্যে কেউ ক্রিকেটের এবিসিডি জানেন না। পাক ক্রিকেটের পক্ষে ক্ষতিকর এমন কাউকেই আমি ছাড়ব না। রাজনীতির ময়দানে নামলে চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দেব। ইমরান মনে রেখো, আমি তোমার অধিনায়ক ছিলাম। রাজনীতির ময়দানেও তোমাকে টক্কর দিতে আমার অসুবিধা হবে না।' তা ছাড়া ইমরান নাকি পাকিস্তানের ক্রিকেটকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। যে কারণে রাজনীতির ময়দানে নেমে প্রধানমন্ত্রী ইমরানকে হারানোর হুঙ্কারও দিলেন তাঁর সাবেক সতীর্থ।

বিদেশ থেকে ওয়াসিম খানকে পিসিবির দায়িত্ব দেওয়া প্রসঙ্গে মিয়াঁদাদ বলেন, 'বিদেশ থেকে একজনকে আনা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। সে যদি চুরি করে পালায়, তাহলে কি কেউ ধরতে পারবে? পাকিস্তানে কেউ কি আর বেঁচে নেই, যে বাইরে থেকে একজনকে এনে দায়িত্ব দেওয়া হলো? পিসিবিতে যোগ্য কেউ দায়িত্ব না পেলে দেশের ক্রিকেটের হাল ফিরবে না। ক্রিকেটারদের ব্যবহার করে একেবারে ছুড়ে ফেলে দেয় পিসিবি। ভবিষ্যতে দায়িত্ব না দিলে ক্রিকেটাররা কেন উঠে আসবে? আমি চাইব, দেশের সাবেক ক্রিকেটারদের ওপর আরো ভরসা করা হোক।'

এএন/৬