খেলা ডেস্ক
আগস্ট ১৪, ২০২০
০৫:৪৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৪, ২০২০
০৫:৪৬ পূর্বাহ্ন
ঈদের আগ থেকে ঐচ্ছিক অনুশীলন করছেন মুশফিক-তাসকিনরা। ঈদের পর তাদের পথ ধরে অনুশীলনে নামেন নারী ক্রিকেটাররা। ঢাকা ছাড়াও দেশের আরও কয়েকটি স্টেডিয়ামে চলছে তাদের একক অনুশীলন। গত কয়েকদিনের ধারাবাহিতায় আজকেও নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিক-মিথুন-জাহানারা-নাহিদারা।
আজ বৃহস্পতিবার সকালে মীরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দীর্ঘক্ষণ জিম শেষে ইনডোরে ঘণ্টা দেড়েক ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিক। তবে রানিং-জিম না করে সরাসরি ইনডোরে ব্যাটিং প্র্যাক্টিস সেরেছেন মুমিনুল। একাডেমি মাঠের ১৬ নম্বর উইকেটে বোলিং অনুশীলন করেছেন জাহানারা।
হালকা স্ট্রেটিংয়ের সঙ্গে রানিং করেছেন নাহিদা। এছাড়াও জিম-রানিং-ব্যাটিং অনুশীল করেছেন সৌম্য, সুপ্তা, সাদমান, আফিফ, শামীমারা।
এএন/০৮