ঘরোয়া ক্রিকেট শুরুর ইচ্ছা নেই বিসিবির

খেলা ডেস্ক


আগস্ট ১৫, ২০২০
১১:০৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২০
১১:০৩ অপরাহ্ন



ঘরোয়া ক্রিকেট শুরুর ইচ্ছা নেই বিসিবির

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শিগগিরই মাঠে ফিরছে না ক্রিকেট। আপাতত ঘরোয়া কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরুর ইচ্ছা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অথবা এর ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত শুরু করার ইচ্ছা নেই বলেই জানালেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

কেবল দুটি শর্ত পূরণ হলেই ঘরোয়া ক্রিকেট ফের শুরু হতে পারে বলে জানান বিসিবি সভাপতি, 'লিগ শুরু... প্রথম কথা হচ্ছে, দুইটি কন্ডিশন হলে লিগ শুরু হতে পারে। প্রথমত, করোনা পরিস্থিতি যদি উন্নতি করে। দ্বিতীয়ত, ভ‌্যাসকিন আসে। এ দুইটা ছাড়া লিগ চালু করার যৌক্তিকতা দেখি না। কোনো একটা যুক্তি থাকতে হবে তো।'

তবে এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করে দিয়েছে ইংল্যান্ড। আরও বেশ কয়েকটি দেশেই ক্রিকেট শুরু হওয়ার পথে রয়েছে। তবে বিসিবি কোনো ধরণের ঝুঁকি নিতে রাজি নয় বলেই জানালেন পাপন, 'একটা দুইটা দেশ চেষ্টা করছে খেলা ফেরানোর। ইংল্যান্ড ছাড়া কোথাও খেলা হচ্ছে না। আমরা সাহস দেখাতে গিয়ে এখন বিপদ ডেকে আনা… আমাদের কাছে যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা নেই। হয় করোনা পরিস্থিতি উন্নতি করতে হবে নয়তো ভ‌্যাকসিন আসতে হবে। এজন্য আমরা অপেক্ষা করছি।'

ঘরোয়া ক্রিকেট বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু না হলে বেশ সমস্যায় পড়বেন স্থানীয় ক্রিকেটাররা। কারণ এর উপর নির্ভর করেই রুটি রুজি করেন অনেকেই। তাই লিগ শুরু না হলে তাদের জন্য বড় ধাক্কাই হবে। আপাতত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান পাপন।

এএন/০৩