বড়লেখায় নতুন জাতের আউশের মাঠ দিবস অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি


আগস্ট ১৭, ২০২০
০১:২২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২০
০১:২২ পূর্বাহ্ন



বড়লেখায় নতুন জাতের আউশের মাঠ দিবস অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুলে আজ রবিবার (১৬ আগস্ট) বিকেলে নতুন জাতের আউশ ধানের (ব্রি ধান ৮৩) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে নতুন জাতের উৎপাদিত আউশ ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক কৃষিবিদ কাজী লুৎফুল বারী। পরে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সামছুদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুর রব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্ত, শেফারুন আক্তার, বিপুল দাস প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে পরীক্ষামুলকভাবে আউশ ধানের প্রদর্শনীর আওতায় গাংকুল গ্রামের কৃষক মো. আছির আলীকে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে নতুন জাতের ব্রি ধান ৮৩ জাতের বীজ, কীটনাশক, ছত্রাকনাশক রাসায়নিক সার ও পরিচর্যা বাবদ অর্থ প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার বলেন, 'নতুন উদ্ভাবিত খরা সহনশীল ও স্বল্প মেয়াদী ব্রি ধান ৮৩ জাতটি বছরে তিন মৌসুমেই ফলানো যায় এবং এতে কৃষকরা বেশি লাভবান হবেন। পরীক্ষামূলকভাবে সৃজিত প্রদর্শনীতে ভালো ফলন পাওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। কৃষি বিভাগ নতুন এ জাতের ধানের আবাদ সম্প্রসারণের পরিকল্পনা করেছে। 

 

এজে/আরআর-০৫