খেলা ডেস্ক
আগস্ট ১৭, ২০২০
০৩:১১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২০
০৩:১১ পূর্বাহ্ন
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। প্রাথমিক স্কোয়াডে থাকা ৪৫ ক্রিকেটারের পরীক্ষা হবে তিন ধাপে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে ২৩ আগস্ট থেকে শুরু হবে আবাসিক ক্যাম্প। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই ক্যাম্পকে সামনে রেখে বিসিবিতে শুরু হয় যুবাদের করোনা পরীক্ষা।
আজ রবিবার প্রথম দিনে ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের রিপোর্ট হাতে পাবে বিসিবি মেডিকেল বিভাগ। যারা কোভিড নেগেটিভ হবেন তারা আগামীকালই চলে যাবেন বিকেএসপিতে। আর যদি কেউ পজেটিভ হলে তাদের বিসিবি'র ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হবে।
বিসিবি'র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, 'আজকে আমরা ২৭ জনের কোভিড টেস্ট করিয়েছি। ধারাবাহিকভাবে আমরা প্রায় ৬৫ জনের মতো ক্রিকেটারের টেস্ট করব। এই ২৭ জনের মধ্যে ১৫ জন ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফ। আজকে যারা টেস্ট করল কালকের মধ্যে তাদের সবার রিপোর্ট পাবো। যদি নেগেটিভ থাকে তাহলে কালকেই এরা বিকেএসপিতে চলে যাবে। কেউ পজেটিভ হলে তাদের আমাদের ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখবো।'
এএন/০৮