ধোনির বিদায়ে সাকিব-মুশফিকদের স্যালুট

খেলা ডেস্ক


আগস্ট ১৮, ২০২০
০২:৪১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২০
০২:৪১ পূর্বাহ্ন



ধোনির বিদায়ে সাকিব-মুশফিকদের স্যালুট

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর তার বন্দনায় ভাসছেন তারকা ক্রিকেটাররা। খেলোয়াড় ও অধিনায়ক ধোনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা।

শনিবার সন্ধ্যার পর এক ইন্সটাগ্রাম পোস্টে ব্যতিক্রমীভাবে অবসরের ঘোষণা দেন ধোনি। থেমে যায় তার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। এরপর ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ধোনি বন্দনা। পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেটাররাও। 

ধোনির ক্যারিয়ারের টাইমফ্রেম সম্পাদিত করা এক ছবি নিজের ফেসবুক পাতায় পোস্ট করে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান প্রশংসায় ভাসিয়েছেন ধোনিকে। সাকিব লিখেন ‘বিদায় মাহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইলো শুভ কামনা।’

খেলার মাঠে ধোনির সঙ্গে এক ফ্রেমে বাধা এক ছবি পোস্ট করে টুইটারে মুশফিকুর রহিম ক্রিকেটার ধোনির মতো মানুষ ধোনিকেও স্যালুট জানিয়েছে, ‘ক্রিকেটের এক কিংবদন্তি, দুর্দান্ত নেতা। দারুণ কিপার, দুর্দান্ত ফিনিশার, অসাধারণ মানুষ। আপনাকে স্যালুট, ধন্যবাদ মাহি ভাই।’

যার কাছে ভারতের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি বিদায় বেলায় সেই বিরাট কোহলির লিখেন ‘সব ক্রিকেটারকেই একদিন এই যাত্রা থামাতে হবে। কিন্তু খুব কাছের কেউ ছাড়লে আবেগ স্পর্শ করে যায়। দেশের জন্য আপনি যা করেছেন তা মানুষের হৃদয়ে থাকবে।’

এছাড়াও ধোনিকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের গতিতারকা শোয়েব আখতার, ভারতের রবীচন্দ্রন অশ্বিন, ইংল্যান্ডের  কেভিন পিটারসেন থেকে বাংলাদেশের লিটন দাসসহ অনেকেই।

এএন/০৬