সাউথ্যাম্পটনে বৃষ্টি ভেজা টেস্ট ড্র

খেলা ডেস্ক


আগস্ট ১৮, ২০২০
০৫:২৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২০
০৫:২৪ অপরাহ্ন



সাউথ্যাম্পটনে বৃষ্টি ভেজা টেস্ট ড্র

সাউথ্যাম্পটনে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড-পাকিস্তানের ক্রিকেটারদের খেলতে না দিয়ে খেলল বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টিভেজা ম্যাচটি ড্র হয়েছে। তিন টেস্টের সিরিজটির প্রথমটি জিতে ১-০ এগিয়ে রয়েছে স্বাগতিকরা। শেষ ম্যাচটি ড্র বা পরিত্যক্ত হলেই শিরোপা তাদের হাতেই উঠবে। পািাকস্তানকে সিরিজ রক্ষা করতে হলে জিততে হবে শেষ ম্যাচ। যেটি শুরু হবে আগামী শুক্রবার একই ভেন্যুতে। গতকাল সোমবার দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিন বৃষ্টির জন্য প্রথম দুই সেশনে খেলা সম্ভব হয়নি। 

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৯১.২ ওভারে ২৩৬

ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৩.১ ওভারে ১১০/৪ ইনিংস ঘোষণা (আগের দিন ৭/১) (সিবলি ৩২, ক্রলি ৫৩, রুট ৯*, পোপ ৯, বাটলার ০*; আফ্রিদি ১০-৩-২৫-১, আব্বাস ১৪-৫-২৮-২, নাসিম ৫-০-১০-০, ইয়াসির ১১-২-৩০-১, মাসুদ ৩-০-১৪-০, আজহার ০.১-০-০-০)

ফল: ম্যাচ ড্র

ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ রিজওয়ান

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে ইংল্যান্ড এগিয়ে

এএন/০৫