খেলা ডেস্ক
আগস্ট ২৪, ২০২০
০৬:০৪ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৪, ২০২০
০৬:০৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া মহেন্দ্র সিং ধোনিকে শুভেচ্ছা জানালেন সানিয়া মির্জা। যিনি ভারতীয় টেনিস তারকা, আবার পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী।
ধোনিকে শুভেচ্ছা জানিয়ে বললেন, ক্যাপ্টেন কুলকে দেখলেই নিজের স্বামীর কথা মনে পড়ে তার! কারণ দেশের প্রতি দু’জনের শ্রদ্ধা আর আনুগত্য যে একইরকম। আবার ব্যক্তিত্বেও বেশ মিল। দু'জনই বেশ ঠান্ডা মাথার মানুষ।
সানিয়া মির্জা বলছিলেন, ‘দেখুন, ধোনি চাইলেই কিন্তু অন্যভাবে অবসর নিতে পারত। আমি বলব- আমাদেরই ধোনিকে একটি ভালো বিদায়ী ম্যাচ উপহার দেওয়া উচিত। তিনি নিজের ক্রিকেট ক্যারিয়ারে তেমনই উচ্চতায় পৌঁছেছেন, যেখান থেকে যখন ইচ্ছে বলতেই পারেন- আমি এবার অবসর নেব! এটাই ধোনিকে ‘ক্যাপ্টেন কুল’ বানিয়েছে। তিনি প্রচারবিমুখ। দেশ ও দলের কথাই সবসময় ভেবেছেন।’
এখানেই শেষ নয়, মাহির সঙ্গে স্বামী শোয়েবের মিল পেলেন সানিয়া। বলেন, ‘ধোনির সঙ্গে আমার স্বামী শোয়েবের অনেক দিক থেকেই মিল রয়েছে। তারা দুজনই মাঠে খুব শান্ত থাকতে পারে! দুজনের ব্যক্তিত্বের মধ্যেও অনেক মিল। ধোনির মতো শোয়েবও দেশের জন্য সব করতে পারে। দেশের প্রতি তাদের শ্রদ্ধা ও আনুগত্য অন্য পাঁচজনের থেকে আলাদা রাখে। মাঠে ধোনিকে দেখলে এ কারণে আমার শোয়েবের কথা মনে পড়ে।’
ধোনি অবসর নিলেও শোয়েব পাকিস্তানের পক্ষে খেলে যাবেন। এখনো বিদায়ের ইঙ্গিত দেননি এই অলরাউন্ডার!
এএন/০১