খেলা ডেস্ক
আগস্ট ২৫, ২০২০
১২:১৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২০
১২:১৬ পূর্বাহ্ন
জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হচ্ছেন নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলান। কিউই সাবেক এ কোচের সঙ্গে কথাবার্তা মোটামুটি পাকা। বিসিবির দিক থেকে চুক্তিপত্রও পাঠানো হয়েছে তাকে। চুক্তিপত্রে স্বাক্ষর করে বিসিবিতে ফেরত পাঠালেই নিশ্চিন্ত।
সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, ব্যাটিং কোচের নিয়োগ সম্পন্ন করতে আরও কিছুদিন লাগবে। এদিকে এইচপি প্রধান কোচ টবি রেডফোর্ডের কাছ থেকেও চুক্তিপত্র ফেরত পাওয়ার অপেক্ষায় বিসিবি।
বাংলাদেশ জাতীয় দল অক্টোবরের শেষে শ্রীলংকায় তিন টেস্টের সিরিজ খেলবে। ওই সিরিজে যোগ দেওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জির। কিন্তু তিনি পারিবারিক কারণে করোনা প্রাদুর্ভাবের মধ্যে শ্রীলংকা সফর করতে রাজি নন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই পরবর্তী ব্যাটিং কোচ হিসেবে বেশ ক‘জনকে তাদের তালিকায় রাখলেও এগিয়ে ছিলেন ম্যাকমিলান। এখন তার সঙ্গে শুধু আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষা। ম্যাকমিলান নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে দলকে ফাইনাল খেলতে সহায়তা করেছেন। সর্বশেষ বিশ্বকাপের পরে দায়িত্ব ছেড়ে দেন তিনি।
এএন/০৩