সালমা-জাহানারাদের ম্যাচ ফি বাড়ছে

খেলা ডেস্ক


আগস্ট ২৭, ২০২০
০৩:১২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৭, ২০২০
০৩:১২ পূর্বাহ্ন



সালমা-জাহানারাদের ম্যাচ ফি বাড়ছে

বাংলাদেশের নারী ক্রিকেটারদের ম্যচ ফি বাড়ছে । আন্তর্জাতিক ম্যাচগুলোতে এখন থেকে তারা আগের চেয়ে কয়েক গুন বেশি ম্যাচ ফি পাবেন। 

এর আগে প্রতিটি ওয়ানডে ম্যাচের জন্য নারী দলের সদস্যরা পেতেন ১০০ ডলার (৮ হাজার টাকা) ও টি-টোয়েন্টির জন্য ৭৫ ডলার (৬ হাজার টাকা) করে। নতুন করে যদি ৩ গুন হারেও তাদের বেতন বাড়ে তাহলে ওয়ানডেতে তা গিয়ে দাঁড়ায় ৩০০ (২৪ হাজার টাকা) ও টি-টোয়েন্টিতে ২২৫ ডলারে (১৮ হাজার টাকা)। আর চারগুন করে হলে ওয়ানডেতে ৪০০ (৩২ হাজার টাকা) ও টি-টোয়েন্টিতে ৩০০ ডলার (২৪হাজার ‘টাকা)।

বুধবার (২৬ আগস্ট) খবর নিশ্চিত করেছেন নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি জানান, ‘আমরা মেয়েদের ম্যাচ ফি বাড়াচ্ছি। আগে একশ ডলার করে পেত এইটা অন্তত ৩-৪ গুন বাড়বে।’

বিসিবির এই পদক্ষেপকে স্বস্তির উল্লেখ করে দলের সিনিয়র সদস্য ও সাবেক অধিনায়ক জাহারা আলম বললেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য স্বস্তির খবর। খুবই ভাল লাগছে শুনে। আগে আমরা ওয়ানডেতে একশ ডলার ও টি-টোয়েন্টিতে ৭৫ ডলার করে পেতাম। এখন থেকে যদি আমাদের ম্যাচ ফি ৩-৪ গুন বেড়ে যায় তাহলে এর চেয়ে ভাল খবর আর হতেই পারে না। এর ফলে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, পরিবারগুলোও তাদের মেয়েদের ক্রিকেট খেলতে আর নিরুৎসাহিক করবে না।'

এএন/০৭