এইচপি দলের কোচ হলেন টবি র‌্যাডফোর্ড

খেলা ডেস্ক


আগস্ট ২৭, ২০২০
০১:৫৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৭, ২০২০
০১:৫৮ অপরাহ্ন



এইচপি দলের কোচ হলেন টবি র‌্যাডফোর্ড

ইংলিশ কোচ টবি রেডফোর্ডকে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটিং ও সহকারী কোচের সঙ্গে এক বছরের চুক্তির কথা জানায় বিসিবি।

ক্রেগ ম্যাকমিলানকে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সিনিয়র দলের সাবেক ব্যাটিং এবং সহকারী কোচকে চূড়ান্ত করা হয়। বিসিবির সঙ্গে তার এক বছরের চুক্তির মেয়াদ শুরু হয়েছে ২০২০ আগস্ট থেকে। সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলংকায় এইচপি’র অনুশীলন শিবির থেকে কাজ শুরু করবেন তিনি।

ইংলিশ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্স ও সাসেক্সের হয়ে খেলা সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ৪৮ বছর বয়সী র‌্যাডফোর্ড বলেন, ‘বিসিবির এইচপি ইউনিটের প্রধান কোচ হতে পেরে আমি রোমাঞ্চিত।’

তিনি মনে করেন, ‘বাংলাদেশে অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে। তাদের সঙ্গে কাজ করা এবং তাদের উন্নয়নে সহায়তা করার সুযোগ পাওয়াটা আমার জন্য গর্বের। আন্তর্জাতিক পর্যায়ের জন্য ছেলেদের স্বপ্নযাত্রায় অবদান রাখতে পারলে খুশি হব।’

এএন/০২