টি-টোয়েন্টিতে ব্রাভোর ৫০০ উইকেট

খেলা ডেস্ক


আগস্ট ২৮, ২০২০
০৫:৫০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২০
০৮:১৭ অপরাহ্ন



টি-টোয়েন্টিতে ব্রাভোর ৫০০ উইকেট

টি-টোয়েন্টি ক্রিকেটে ৫শ উইকেটে শিকারের রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার ডোয়াইন ব্রাভো। টেস্ট ক্রিকেটে পেসার হিসেবে ইংল্যান্ডের জেমস এন্ডারসন ৬০০ উইকেট শিকারের পর দিনই ব্র্যাভো টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন। আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাভোর ঝুলিতে আছে ৭১ ম্যাচে ৫৯টি উইকেট। 

বুধবার রাতে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ১৩তম ম্যাচে সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড গড়েন ত্রিনবাগো নাইট রাইডার্সের তারকা ৩৬ বছর বয়সী ব্রাভো। ম্যাচে ৩ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫শ উইকেটের মালিক হয়ে যান। এজন্য তিনি খেলেছেন ৪৫৯টি ম্যাচের ৪৪০ ইনিংস। বল করেছেন ১৪৯৩ .১ ওভার এবং রান দিয়েছেন ১২৩১৬। ক্যারিয়ারে ৯বার চার বা ততোধিক উইকেট নিয়েছেন ব্রাভো। ২ বার নিয়েছেন ৫ বা ততোধিক উইকেট। বোলিং গড় ২৪.৫৮।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ২৯৫ ম্যাচে এই গতি তারকার শিকার ৩৯০ উইকেট। অন্তত ৩শ উইকেট শিকার করা বোলারদের তালিকায় আছেন আরও ছয়জন। তারা হলেন- ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন (৩৩৯ ম্যাচে ৩৮৩ উইকেট), দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (২৯৫ ম্যাচে ৩৭৪ উইকেট), পাকিস্তানের সোহেল তানভীর (৩৩৯ ম্যাচে ৩৫৬ উইকেট), বাংলাদেশের সাকিব আল হাসান (৩০৮ ম্যাচে ৩৫৪ উইকেট), পাকিস্তানের শহিদ আফ্রিদি (৩১৭ ম্যাচে ৩৩৯ উইকেট) ও আফগানিস্তানের রশিদ খান (২১৬ ম্যাচে ৩০৩ উইকেট)।

এএন/০২