শ্রী চৈতন্য মন্দিরের সেবায়েত আর নেই

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৫, ২০২০
০৫:০৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
০৫:০৯ অপরাহ্ন



শ্রী চৈতন্য মন্দিরের সেবায়েত আর নেই

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহাসিক ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের সেবায়েত ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক রাধা বিনোদ মিশ্র পরলোকগমন করেছেন। 

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অসংখ্য ভক্তঅনুরাগী রেখে গেছেন। 

তাঁর মৃত্যুকে ভক্ত অনুরাগীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াতের শেষকৃত্যানুষ্ঠান রবিবার (৬ সেপ্টেম্বর) সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 

এদিকে সেবায়েত রাধা বিনোদ মিশ্র এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, উপজেলা হিন্দু বোদ্ধা খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল কান্তি দাস, সাধারণ সম্পাদক লিপ্টন তালুকদার,  ঢকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরেন্দ্র চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক রজত কান্তি দাস, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ রোশন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষু ভূষন দেব, সাধারণ সম্পাদক বিদ্যুৎ ভূষন দেব, লেখক-কলামিষ্ট হোসেন আহমদ প্রমুখ।

এফএম/বিএ-১৫