বিমানবন্দর বাইপাস সড়ক দ্রুত নির্মাণের দাবিতে তরঙ্গ সমাজকল্যাণের স্মারকলিপি

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১০, ২০২৫
১১:১০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২৫
০১:৪৬ পূর্বাহ্ন



বিমানবন্দর বাইপাস সড়ক দ্রুত নির্মাণের দাবিতে তরঙ্গ সমাজকল্যাণের স্মারকলিপি


সিলেট বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে বিমানবন্দর ভিআইপি সড়কের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে দেওয়া, ট্রাক চলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প ব্যবস্থা, বাস স্ট্যান্ড স্থানান্তর, বাইপাস সড়ক দ্রুত চালু, প্রশাসনিক উদ্যোগে কাজ দ্রুত সমাপ্ত করা এবং  উক্ত এলাকার মানুষের ট্রাকের কারণে সৃষ্ট ভোগান্তি দূর করার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে যথাযথ প্রশাসনিক  উদ্যোগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিলেটের জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন তরঙ্গ সমাজ কল্যান সংস্থা সিলেটের নেতৃবৃন্দ।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মো:সারওয়ার আলম এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।  

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান বারেক, সহ-সভাপতি মো:আব্দুর রউফ সাহগীর, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল হাফিজ শাফী, কোষাধ্যক্ষ রাহাত খান রাছি, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা আফরোজ খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মুসা, ক্রীড়া সম্পাদক আমান খান কয়েছ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন, প্রচার সম্পাদক শহীদুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আলী মোজতবা সাজু, সদস্য সাহান আহমদ।


এএফ/০২