নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৬, ২০২০
০৭:৩৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০৭:৩৯ পূর্বাহ্ন
সিলেট নগরের ঘাসিটুলায় সুরমা নদীতে ক্রিকেট বল তুলতে গিয়ে পানিতে ডুবে আনিস (৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ত্রিবেদ মিয়ার পুত্র। বর্তমানে তারা নগরের ঘাসিটুলা বেতের বাজার এলাকায় বসবাস করছে।
স্থানীয় সূত্রে জানাযায়, গত শুক্রবার সকালে আনিস তার সহপাঠিদের নিয়ে ক্রিকেট খেলছিলো। হঠাৎ বলটি নদীতে পড়ে গেলে সে বল আনতে গিয়ে পানিতে তলিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ রয়েছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার খোঁজ করতে নামলেও তার খোঁজ মিলেনি।
এ বিষয়ে সিলেট কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সৌমেন মৈত্র জানান, বিষয়টি তিনিও জেনেছেন। তবে এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডাইরি করা হয়নি।
আর সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের জুনিয়র ষ্টেশন অফিসার জিশু তালুকদার সিলেট মিররকে বলেন,‘গত শুক্রবার শিশুটি পানিতে পড়ে নিখোঁজ হয় কিন্তু আমাদের জানানো হয় শনিবারে। আমরা শনিবার দুপুর থেকে ডুবুরি দল দিয়ে উদ্ধার কাজ শুরু করি। তবে শনিবার শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই শনিবারের উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। যদি লাশ পাওয়া না যায় তাহলে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে আলাপ করে আমরা আবার কাজের প্রস্তুতি নিব।’
এনএইচ/বিএ-০২