ওসমানীনগর প্রতিনিধি
সেপ্টেম্বর ০৭, ২০২০
০৭:০৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২০
০৭:০৪ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে মজলিশপুর হাজি রেহান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম আব্দুল মোনায়েম এর মৃত্যুতে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উমরপুর ইউনিয়নের মজলিশপুর হাজি রেহান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মজলিশপুর ও মিঠাভরাং গ্রামবাসীর উদ্যোগে খতমে আম্বিয়া ও মিলাদ মাহফিল শেষে অনুষ্ঠিত হয় স্মরণসভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উমরপুর ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, ওসমানীনগর থানার এস আই আমিনুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আনোয়ার খানের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন-আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোযার মিয়া, সমাজসেবী শাহনুর রহমান শানুর, ইউপি সদস্য আব্দুল হান্নান, মাহফুজুলহক আখলু, রুকন আহমদ চৌধুরী, গোলাম মোস্তফা আলাল, কৃষকলীগ নেতা আলহাজ্ব বদরুল আলম আব্দাল, আওয়ামী লীগ নেতা রফিক আহমদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তারা বলেন, মরহুম আব্দুল মোনায়েম অবহেলিত এলাকার শিক্ষা বিস্তারে পালন করেছেন বলিষ্ঠ ভূমিকা। প্রতিষ্ঠাকাল থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ অবহেলিত এ এলাকার সমাজ কল্যাণে রয়েছে তার ব্যাপক অবদান। তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন হারালো এক গুনী শিক্ষককে। এ অঞ্চলের লোকজন হারিয়েছেন সর্বগুণে গুনাম্বিত এক মানুষ গড়ার কারিগরকে।
ইউডি/বিএ-০৪