নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৭, ২০২০
০৮:০৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২০
০৮:০৬ পূর্বাহ্ন
সিলেট নগরের আম্বরখানা পয়েন্ট থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল ১০টায় বিমানবন্দর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের মো. মুহিত আহমেদ (২৭) ও জগন্নাথপুর উপজেলার হাবিবপুর গ্রামের আল আমিন হোসেন ফারুক (২০)।
পুলিশ জানায়, মো. ইকবাল হোসেন বিলাল (২১) নামের এক ব্যক্তি রবিবার সকালে আম্বরখানার ইসলামী ব্যাংক থেকে ২ লাখ ২৪ হাজার ৪০০ টাকা উত্তোলন করে আম্বরখানা জামে মসজিদের সামনে আসেন। এসময় দুই ছিনতাইকারী তাকে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। এ সময় আম্বরখানা পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় দুজনকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় মো. ইকবাল হোসেন বিলাল বাদী হয়ে মামলা (মামলা নম্বর-১৪) দায়ের করেন।
বিএ-০৫