নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৭, ২০২০
০৮:১৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২০
০৮:১৯ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘পুণ্যভুমি সিলেটে কেনো ধরনের অসামাজিক কার্যকলাপ করতে দেওয়া হবে না। সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর নজরদারি করা হবে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে লালবাজার পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও সিসি ক্যামেরার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরের ব্যস্ততম ব্যবসা কেন্দ্র লালবাজারের সার্বিক উন্নয়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
নব নির্বাচিত আজাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারুতখানা উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. জাহেদুর রহমান বাবু।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহেদুর রহমান শাহেদের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সহ সভাপতি বাদশা আহমদ। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মাহবুবুল আলম মিলন, শায়েস্তা কোরেশী, সিরাজ মিয়া, আজাদ মিয়া, শফিক মিয়া, আব্দুস ছাত্তার, রশিদ মিয়া, মো. মন্তাজ আলী, সমিতির সহ সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক জাহিদ আহমদ খান, সহ সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ কয়েছ, কোষাধ্যক্ষ শামিম আহমদ, প্রচার সম্পাদক সেলিম মিয়া, ধর্ম সম্পাদক শাহনুর মিয়া, সদস্য শফিক আহমদ, মোস্তাক আহমদ প্রমুখ।
বিএ-০৬