সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৮, ২০২০
০১:৩৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ গেটের ভেতরে অবস্থিত দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক সিলেট মিরর পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি এবং বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপনের মালিকানাধীন আলিফা ষ্টেশনারী এন্ড টেলিকম নামের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে।
গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো একসময় ব্যবসাপ্রতিষ্ঠানের শাটারের তালা ভেঙ্গে চোরেরা নগদ টাকা ও মোবাইল কার্ড চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ১০-১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
চুরির খবর পেয়ে আজ সোমবার সকালে বিশ্বনাথ থানার এসআই অলক দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাংবাদিক মোহাম্মদ আলী শিপন জানান, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে দোকানঘর বন্ধ করে তিনি নিজ বাড়িতে চলে যান। আজ সোমবার ভোরবেলা এক পথচারীর মাধ্যমে জানতে পারেন তার দোকানঘরের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। খবর পেয়ে তিনি দোকানঘরের সামনে এসে দেখেন, দোকানের শাটারের তালা ভাঙ্গা এবং দোকানঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পান ক্যাশবাক্সে থাকা নগদ টাকা ও মোবাইল কার্ড নেই। দোকানের মালামালও এলোমেলো অবস্থায় পড়ে আছে। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএ/আরআর-০৮