সড়কে বিলীন ওসমানীনগরের আক্তারের ইউরোপের স্বপ্ন

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৮, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০২:৩৮ পূর্বাহ্ন



সড়কে বিলীন ওসমানীনগরের আক্তারের ইউরোপের স্বপ্ন
দেশে ফিরলো নিথর দেহ

আক্তার আহমদ

সহায়-সম্পত্তি বিক্রি করে প্রায় দেড় বছর আগে পরিবারের আর্থিক উন্নতির আশায় মধ্যপ্রাচ্যের দুবাইয়ে পাড়ি দিয়েছিলেন সিলেটের ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের রঙ্গীয়া গ্রামের মনোহর আলী ওরফে মনু মিয়ার ছেলে আক্তার আহমদ (৩০)। পরবর্তীতে আরও উন্নতির আশায় দুবাই থেকে দালালের মাধ্যমে ঝুঁকি নিয়ে অন্য দেশ হয়ে গ্রীসে যাওয়ার পথে গত ৫ আগস্ট গ্রীসের আলেকজান্দ্রোপোলিস শহরের কাছাকাছি আর্দানিও এলাকায় দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

দীর্ঘ একমাস পর গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) তার মরদেহ বাংলাদেশে এসে পৌঁছালে রঙ্গীয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আক্তারের পারিবারিক সূত্রে জানা যায়, ৮ ভাই-বোনের মধ্যে আক্তার দ্বিতীয়। পরিবারকে স্বাবলম্বী করতে ইউরোপের যেকোনো দেশের নাগরিকত্ব লাভের স্বপ্ন ছিল তার দীর্ঘদিনের। কিন্তু সরাসরি ইউরোপ যাওয়ার কোনো সুযোগ না পেয়ে গতবছরের মার্চ মাসে ভিজিট ভিসা নিয়ে প্রথমে দুবাই যান আক্তার। সেখান থেকে দালালের মাধ্যমে ইরানে গিয়ে কিছুদিন অবস্থান করেন। তারপর তুরস্ক গেলে ওই দেশে অবস্থানরত সুনামগঞ্জ জেলার ছাতকের রুহুল আমিন নামের এক দালালের সঙ্গে আড়াই লাখ টাকায় গ্রীসে যাওয়ার জন্য তার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আক্তার আহমদসহ আরও ১১ জনকে ৪ দিন ৪ রাত পায়ে হাঁটিয়ে বর্ডার পার করিয়ে তাদেরকে একটি প্রাইভেটকারে তুলে দেয় দালাল রুহুল আমিন। একপর্যায়ে অতিরিক্ত যাত্রীবাহী কারটি দুর্ঘটনার শিকার হলে চালকসহ ৭ জন নিহত ও ৫ জন আহত হন।

আক্তারের ছোট ভাই আবদাল আহমদ বলেন, 'বড় স্বপ্ন নিয়ে গাড়ি ও জায়গা বিক্রি করে ভাইকে বিদেশে পাঠিয়েছিলাম। আমাদের স্বপ্ন আজ কান্নায় পরিণত হয়েছে।'

 

ইউডি/আরআর-১১