দক্ষিণ সুরমায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৮, ২০২০
০৪:৫৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০৪:৫৭ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বাসচাপায় সুজিত চন্দ্র দেব (২৩) এবং মান্না আহমেদ (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার সিলেটের দক্ষিণ সুরমার খালেরমুখ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত সুজিত চন্দ্র দেব সিলেটের মোগলাবাজার থানার হাসামপুর গ্রামের সুনীল চন্দ্র দেবের পুত্র। আর  মান্না আহমেদ শবদলপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণসুরমার খালেরমুখ এলাকায় সিলেট অভিমুখী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুজিত চন্দ্র মারা যান এবং মোটরসাইকেলের আরেক আরোহী মান্না আহমেদ গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জ্যোতির্ময় সরকার। তিনি সিলেট মিররকে বলেন,‘সোমবার সন্ধ্যা ৬টার দিকে সিলেটের খালেরমুখ এলাকায় সড়ক দুঘর্টনায় দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় বাসকে আটক করা হয়েছে তবে বাসের চালক পলাতক রয়েছে।’

এনএইচ/বিএ-০১