নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৮, ২০২০
০৫:০৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০৫:০৯ পূর্বাহ্ন
করোনা সংক্রমণ ঠেকাতে সিলেটে দীর্ঘদিন বন্ধ ছিল কমিউনিটি সেন্টার। এবার কমিউনিটি সেন্টারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তবে এজন্য ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি অতিথি জড়ো করা যাবে না এবং আরও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, করোনার সময়ে জনসমাগম ঠেকাতে গত মার্চ থেকেই বন্ধ ছিলো সিলেটের কমিউনিটি সেন্টারগুলো। এতে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েন কমিউনিটি সেন্টার ব্যবসায়ীরা। গতকাল রবিবার সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম শর্ত সাপেক্ষে কমিউনিটি সেন্টার খোলার অনুমতি প্রদান করেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কমিউনিটি সেন্টার মালিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক আবু মুত্তাকিম মিতুল।
তিনি জানান, শর্তসাপেক্ষে কমিউনিটি সেন্টার খোলতে সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম সাক্ষরিত অনুমতিপত্র শনিবার সিলেট কমিউনিটি সেন্টার মালিক কল্যাণ সমিতির বরাবর প্রেরণ করা হয়।
শর্তের মধ্যে রয়েছে- যে কোনো অনুষ্ঠান আয়োজনে ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি অতিথি জড়ো করা যাবে না। অতিথিদের বসানোর ক্ষেত্রে এক আসন ফাঁকা রেখে বসাতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে।
এনএইচ/বিএ-০২